দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ -বিএনপি সংঘর্ষের ঘটনায় আটকের প্রায় ১৫ দিন পর বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম রানা সহ ৪ নেতাকর্মী কারাগার থেকে মুক্তি লাভ করেছে।
১৫ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় করাগার থেকে গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম রানা সহ ৪ নেতাকর্মী মুক্তির খবর পেয়ে কারাগার গেইটে বিএনপির নেতাকর্মীরা ছুটে আসে।কারাগার থেকে বের হয়ে আসা গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম রানা ও চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন পিন্টুকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মেইন গেইটে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান,বিএনপি নেতা মাস্টার লোকমান সহ উপস্থিত বিএনপির নেতাকর্মীরা কারামুক্ত আহ্বায়ক ফরিদ ও জসিম উদ্দিন পিন্টুকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য,গত ২৬ আগস্ট(শুক্রবার) বাঁশখালীতে বিএনপির সমাবেশকে ঘিরে পুলিশ-বিএনপির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে পুলিশ দায়ের করা ৩ মামলায় সাবেক সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী সহ ৬৬ জনের নাম উল্লেখ সহ আরো প্রায় ৩/৪ শতাধিক অজ্ঞাত নামা হিসেবে বিএনপি নেতা কর্মীদের আসামি করা হয়।
এব্যাপারে এডভোকেট নাছির উদ্দিন বলেন, গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম রানা সহ আটক ৩৫ জন নেতা কর্মীরা ২টি মামলায় জামিন পেয়েছে,আজকে চারজন কারাগার থেকে বের হয়েছে।বাকীদের বিরুদ্ধে আরো একটি মামলা থাকায় তারা বের হতে পারেনি।
Leave a Reply