1. admin@dainiksabujbangla.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর কালীপুরে চট্টগ্রাম সিভিল সার্জন ও জেলা পিপিকে নাগরিক সংবর্ধনা প্রদান বাঁশখালীর কাথরিয়ায় বিএনপির কর্মী সম্মেলনে সাবেক চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী বাঁশখালীতে বিএস রেকর্ডীয় চন্দ্রপুর হাজী বসরত আলী জামে মসজিদ দখল চেষ্টার প্রতিবাদে হাজারো মুসল্লিদের বিক্ষোভ বাঁশখালীতে পৃথক অভিযানে ১হাজার পিস ইয়াবা, ৫০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ৩ বাঁশখালীতে স্বর্ণ-টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এক যুবক খুন, গ্রেফতার-২ বাঁশখালী বাহারচড়া ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন ও পুকুর দখলের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বাঁশখালীতে আওয়ামী ষড়যন্ত্রকে রুখে দিতে উপজেলা যুবদলের অবস্থান কর্মসূচি পালন মরহুম জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন নিবেদিত প্রাণ মৃত্যু বার্ষিকীতে বাঁশখালী কাথরিয়ার শাহাজাহান চৌধুরী বাঁশখালীর পুকুরিয়া তেইচ্ছিপাড়া এলাকায় শঙ্খ নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৩জনকে কারাদণ্ড বাঁশখালীতে কৃষকদের মাঝে বীজ,সার, নগদঅর্থ ও জেলেদের মাঝে গরুর বাছুর বিতরণ

কৃষি উন্নয়ন ও উৎপাদনে কৃষকের আগ্রহ বাড়াতে গ্রাম-গঞ্জের ডিলার সংস্কার পদক্ষেপ জরুরি,

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ

বাঁশখালীতে কৃষি উন্নয়ন ও উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়াতে গ্রাম-গঞ্জের সার ডিলার ও কীটনাশক ডিলার সংস্কার করতে পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

সংকটময় সময়ে দেশের অর্থনৈতিক সচ্ছলতা সমৃদ্ধি করতে কৃষি উন্নয়ন ও উৎপাদনে গ্রাম-গঞ্জে কৃষকদের আগ্রহ বাড়াতে সার ডিলার সংস্কার ও মাটির উর্বরতা ধ্বংসকারী নামে-বেনামে কোম্পানির কীটনাশক সয়লাব বন্ধ করতে জরুরি  পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালার কোন তোয়াক্কাই করেনা ডিলারশিপরা।

দেশের অর্থনীতি সমৃদ্ধ করনের অন্যতম অবলম্বন কৃষিখ্যাত। কৃষি উৎপাদন ও সম্প্রসারণে কৃষকদের আগ্রহ বাড়ানোর বিকল্প নেই। কৃষকদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগই কৃষি উৎপাদনে অতুলনীয় অবদান রাখে। কৃষি উন্নয়নকে আরো বহুগুণে সমৃদ্ধি ও শক্তিশালী করতে উন্নয়ন ও উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়ানোর পরিবর্তে ডিলার সিন্ডিকেট চক্রের হয়রানি ও কৃষি অফিসের অসহযোগিতার কারণে দিনদিন আগ্রহ হারাচ্ছে গ্রাম-গঞ্জের কৃষকরা। আগ্রহ হারানোর অন্যতম কারণ হলো সার ও কীটনাশকসহ কৃষি উপদান ও কৃষি উপকরণের মূল্যের উর্ধ্বগতি, ডিলার সিন্ডিকেট বাণিজ্য ও কৃষি অফিসের অবহেলা ও অসহযোগিতা।

অভিযোগ রয়েছে, প্রায় দেড়যুগ ধরে সার ডিলারদের জিম্মি অবস্থায় রয়েছে গ্রাম-গঞ্জের লাখ লাখ কৃষক পরিবার। চরম অবহেলার শিকার হচ্ছে কৃষকরা। কৃষকদের সহযোগিতার পরিবর্তে সার ডিলারদের সহযোগিতা করে আসছিল কৃষি অফিস। ক্ষমতার দাপট ও অর্থের বিনিময়ে অসাধু ব্যবসায়ীদের ডিলারশীপ পেয়ে দিতে রিপোর্ট দিয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং সংশ্লিষ্টরা সহযোগিতা করে আসছিল বলেও অভিযোগ রয়েছে। সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০০৯ এর কোন ধরনের তোয়াক্কা না করে অর্থের বিনিময়ে পছন্দের লোকের পক্ষে রিপোর্ট দিয়ে অসাধু ব্যবসায়ীদের ডিলারশিপ পেয়ে দিতে সার ও বীজ মনিটরিং সংশ্লিষ্টরা এই সহযোগিতা করতো বলেও বিভিন্ন সুত্রে জানা গেছে।

সাধারণত গ্রাম-গঞ্জের কৃষকরা কৃষিকাজে  ইউরিয়া গুটি সার, ইউরিয়া চিকন দানা, ডিএপি, টিএসপি, এমওপি সার বেশি ব্যবহার করে থাকে। বিশেষ করে ইউরিয়া (নাইট্রোজেন সংবলিত রাসায়নিক) সারের উপকারিতা বেশি হওয়াতে এধরণের সার সব চেয়ে বেশি ব্যবহার করা হয়। তবে গ্রাহকদের চাহিদা ও দেশের সার্বিক পরিস্থিতিকে পুঁজি করে ওইসব সার গ্রাম-গঞ্জের ডিলাররা চড়াদামে বিক্রি করার লক্ষ্যে গুদামজাত করে বিভিন্ন সংকট ও অযুহাত দেখিয়ে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে আসছিল। এছাড়াও ধ্বংসাত্মক পোকার আক্রমণ থেকে ধান ও ক্ষেতখোলাকে রক্ষা করতে যেসব কীটনাশক ব্যবহার করে থাকে তাতেও কৃষকদের কাছ থেকে  অতিরিক্ত অর্থ আদায় করে অসাধু ব্যবসায়ী ও ডিলাররা।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা, সরল, শীলকূপ, চাম্বল, শেখেরখীল, পুঁইছড়ি, ছনুয়া, উপজেলা সদর, পৌরসভা, বৈলছড়ী, কালীপুর, সাধনপুর, পুকুরিয়া, খানখানাবাদ, বাহারচড়া, কাথরিয়াসহ প্রতিটি এলাকায় টানা একসপ্তাহব্যাপী পরিদর্শনে ডিলার ও খুচরা ব্যবসায়ীদের কোনো দোকানেই দেখা যায়নি সার ও কীটনাশকে সরকার নির্ধারিত মূল্য তালিকা। নামে -বেনামে বিভিন্ন কোম্পানির কীটনাশক (বিষ) সয়লাবে প্রতারণার শিকার হচ্ছে কৃষকরা। অসাধু ব্যবসায়ীদের ডিলারশিপ পেয়ে দিতে ও মাটির উর্বরতা ধ্বংসকারী নামে -বেনামে বিভিন্ন কোম্পানির কীটনাশক সয়লাবে সরকারি কৃষি অফিস সংশ্লিষ্টদের সম্পৃক্ততা থাকার অভিযোগও অহরহ।

এছাড়াও কৃষকদের জন্যে আসা সরকারি কৃষি কার্ড ও কৃষি প্রণোদনা সুবিধা পেয়ে থাকে ডিলারশিপ ধারীদের পছন্দের ও ক্ষমতাসীন রাজনৈতিক ও জনপ্রতিনিধি সংশ্লিষ্টদের একান্ত লোকজন ,যাদের বেশিরভাগই অকৃষক। কৃষি অফিসের অসহযোগিতা, প্রকৃত কৃষকদের সরকারি সুবিধা বঞ্চিত করণ ও ডিলারশিপদের হয়রানিতে একদিকে কৃষি উৎপাদনে দিনদিন আগ্রহ হারাচ্ছে গ্রাম-গঞ্জের লাখ লাখ কৃষক। অপরদিকে নামে-বেনামে বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহারে চরম ভাবে উর্বরতা হারাচ্ছে কৃষি জমি গুলো।

এমতবস্থায় কৃষি উন্নয়ন ও উৎপাদন সমৃদ্ধি করতে কৃষি উৎপাদনে গ্রাম-গঞ্জের কৃষকদের আগ্রহ বাড়াতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক ডিলারশিপধারী অসাধু ব্যবসায়ীদের ডিলারশিপ বাতিল করার পাশাপাশি কৃষি জমির উর্বরতা ধ্বংসকারী গ্রাম-গঞ্জে সয়লাব হওয়া নামে-বেনামে কোম্পানির কীটনাশক বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে কৃষি উন্নয়ন ও উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়ানো যেমন সম্ভব নয় তেমনি ভাবে ডিলার সিন্ডিকেট চক্রের কবল থেকে কৃষি খ্যাতকে উত্তরণ করাও অসম্ভব।
বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক জানান,  বাঁশখালীতে ১৩২টির মতো সার ডিলার এবং ১৪০টির মতো কীটনাশক ডিলার রয়েছে, মূল্য তালিকা গোপন করে সার এবং কীটনাশকের অতিরিক্ত মুল্য আদায় করে থাকলে কৃষকরা। আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হবে। সার এবং কীটনাশকে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে সুনিদ্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। আর কৃষি কার্ডধারীরা প্রকৃত কৃষক কিনা সেটিও যাচাই বাছাই করা হবে।কৃষক নয় এমন কেউ কার্ডধারী হয়ে থাকলে কার্ড বাতিল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park