মুহাম্মদ দিদার হোসাইন,বাঁশখালী(চট্টগ্রাম):
কক্সবাজার জেলার ২ নারী মাদক পাচারকারী ইয়াবা ট্যাবলেটসহ চট্টগ্রামের আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।
২ নভেম্বর(বুধবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ কামাল উদ্দিন নির্দেশনায় থানা পুলিশ এস আই থোয়াই হ্লা চাকমা সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রীজের দক্ষিণে জনৈক জাহেদুলের মুরগীর খামার সংলগ্ন প্রধান সড়কে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট সহ দুই নারীকে আটক করেছে।
এসময় আটকদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানান থানা পুলিশ সেকেন্ড অফিসার এস আই রাজিব পোদ্দার।
আটকরা হলেন,কক্সবাজারের উখিয়া থানাধীন ফালংখালী ইউপির ধামনখালী ২ নং ওয়ার্ডের বালুখালী এলাকার মৃত্যু মনির আহমদের স্ত্রী আরেফা বেগম(৩৩) এবং একই এলাকার মাহবুব রহমানের স্ত্রী ফাতেমা বেগম(১৯)।
আটকের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ(ওসি) কামাল উদ্দিন বলেন,গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই নারীকে আটক করা হয়েছে।আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ-আদালতে সোপর্দ করা হয়েছে।