উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সাথে (ই, আই,ই, আই,) প্রকল্প বাস্তবায়ন বিষয়ে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস)’র অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস)এর উদ্যোগে, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সার্বিক সহযোগিতায় ও লিলিয়ান ফন্ডস (এলএফ) এর অর্থায়নে অবহিত করণ সভায় প্রধান অতিথি ছিলেন, প্রাথমিক শিক্ষা বিভাগের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম।
সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন পারভীনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আবু ছালেক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুপন নন্দী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান, সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক আরিফুল ইসলাম, সিডিডির সিনিয়র কো-অর্ডিনেটর রেজাউল আলম, প্রজেক্ট অফিসার রাজেশ রতন মল্লিক, সংস্থার বিভিন্ন কর্মকর্তা -কর্মচারীরা। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, ইউপি সচিব হারুনুর রশিদ, আরিফুর রহমান, জামাল উদ্দিন, নোভেল ভট্টাচার্যসহ বিভিন্ন ইউপি সচিবরা।
সভায় আরও উপস্থিত ছিলেন, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ্ মোহাম্মদ শফিউল্লাহ, দৈনিক সকালের সময় প্রতিনিধি মুহাম্মদ দিদার হোসাইন, দৈনিক জনবাণী প্রতিনিধি মোহাম্মদ এরশাদ প্রমূখ।
যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রমে চট্টগ্রামসহ দেশের নানা প্রান্তে কর্ম পরিধি বিস্তৃত করার লক্ষ্যে নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, পরিবেশ সুরক্ষায় ইতিবাচকতা প্রমাণে মানব কল্যাণ মুলুক কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় বাঁশখালীতে শূন্য থেকে ১২ বছর বয়সী নারী-শিশু প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয়ে নতুন প্রকল্প সম্পর্কিত বাঁশখালীর বর্তমান অবস্থা, প্রকল্প সম্পর্কে ধারণা ও উদ্দেশ্য, স্টেকহোল্ডারদের ভূমিকা, দায়িত্ব এবং প্রকল্পের কর্মকৌশল ও পদ্ধতি সংক্রান্তে উন্মুক্ত আলোচনা, কার্যক্রম বিষয়ক প্রশ্নোত্তর, সুপারিশ, মতামত ও পরামর্শসহ প্রকল্পের কার্যক্রম সম্পর্কিত অবহিত করণ ও সংস্থার কর্যক্রমকে আরো এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতার আলোকে বিশদভাবে দীর্ঘ আলোচনা করা হয়।
এসময় যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস)’র নতুন প্রকল্পের কর্যক্রম বাস্তবায়নে বাঁশখালী উপজেলা পর্যায়ে সকল সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিব, বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিক সমাজসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন সংশ্লিষ্টরা।
Leave a Reply