নিজস্ব সংবাদদাতা,আনোয়ারাঃঃ আনোয়ারা উপজেলায় ৫ম ধাপের ইউপি নির্বাচনে নিহত ওঁমকার হত্যা মামলার ৪ নং আসামি নিশান বড়ুয়াসহ বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (১৭ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হলুদিয়া পাড়ার মোঃ লোকমানের ছেলে মোঃ নুর কাশেম (২১), একই গ্রামের মোঃ ফারুক এর ছেলে মোঃ কফিল (২০), চাতরীর ছাবের আহমেদের ছেলে মোঃ বেলাল (২৪), বখতিয়ার পাড়ার আবদুল কাদেরের ছেলে আবদুল মান্নান (২২), দক্ষিণ বন্দরের মৃত শফির ছেলে মোঃ তাজ উদ্দিন (২৫), পশ্চিম চালের কবিরের দোকানের মৃত নুর মোহাম্মদ এর ছেলে মোঃ মামুন (১৯), মহতর পাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ জাহাঙ্গীর (৩৬), বারখাইনের মৃত ছৈয়দ আহমেদের ছেলে মোঃ নুরুল আলম(২৫), তৈলারদ্বীপের বজল আহম্মদ এর ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৬), কাশিয়াইশ এর বরুণ বড়ুয়ার ছেলে নিশান বড়ুয়া (৩৬) প্রমুখ।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বলেন, গ্রেফতারকৃত আসামিরা আদালতের পরোয়ানাভুক্ত। তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলো। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।