কুষ্টিয়া প্রতিনিধিঃ মোঃ রাহুল ইসলাম সুমন -
পদ্মার আগ্রাসনের নিঃস্ব নদী পাড়ের বাসিন্দারা। তাদের কাছে এক আতঙ্কের নাম নদী ভাঙ্গন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকা, কোলদিয়াড়, মাজদিয়াড়, বৈরাগীরচর বিস্তীর্ণ এলাকা নদীভাঙনের শিকার। এতে বসতভিটা জায়গা-জমি সব হারিয়ে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। এলাকাবাসী দ্রুত স্থায়ী বেড়িবাঁধ চাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি ।