মোঃ জাবেদুল ইসলাম,আনোয়ারাঃঃ
সামাজিক সংগঠন মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২৭ মে ) উত্তর হাইলধর জামে মসজিদে এই নলকূপ স্থাপন করা হয়।
মসজিদের সেক্রেটারি আবুল কালাম ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, মসজিদের পুরাতন নলকূপটি নষ্ট হয়ে যাওয়ায়, নতুন একটি নলকূপের জন্য ফাউন্ডেশন এর সভাপতি মোহাম্মদ হুসাইনের কাছে । তিনি বিষয়টি পর্যালোচনা করে প্রস্তাবটি গ্রহণ করেন এবং অতি দ্রুত সময়ে মধ্যে কাজ সম্পন্ন করেন।
ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হুসাইন বলেন, এলাকায় বিভিন্ন মসজিদ- মাদ্রাসা সংস্কারের কাজে এবং এতিম অসহায় মেয়েদের বিয়েতে অসুস্থ রোগীর চিকিৎসা সেবায় প্রতিনিয়ত আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে যাচ্ছি, ভবিষ্যতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
প্রোগ্রামে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-অর্থ সম্পাদক মোঃ সুমন,মসজিদের সেক্রেটারী,আবুল কালাম,ওয়াহিদ ইসলাম মানিক. সোহেল রানা, সাগর, নাঈম, তৌহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।