মোঃ জাবেদুল ইসলাম,আনোয়ারাঃঃ
আনোয়ারা - বাঁশখালী পিএবি সড়কের সরকার হাট আল-আমিন কমিউনিটি সেন্টারের পাশে বাস-সিএনজি (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে শাকিলা আক্তার (২৫) নামের এক নারী যাত্রী নিহত হয়েছেন।
নিহত যাত্রী শাকিলা আক্তার (২৫) বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামের হাজী বদিউল আলম বাড়ির মোস্তফা কামালের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সরকার হাট আল-আমিন পাশে বাস-সিএনজি (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনা স্থানের সিএনজি অটোরিকশা যাত্রী শাকিলা আক্তার (২৫) নারী যাত্রী নিহত হয়েছে। নিহত যাত্রী তার একমাত্র শিশু সন্তানকে নিয়ে বাঁশখালী উপজেলায় ডাক্তার দেখাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।