মোঃ জাবেদুল ইসলাম,আনোয়ারাঃঃ
আনোয়ারা উপজেলা জুড়ে উন্নয়নের বাতাস বয়ে চললেও দীর্ঘদিন ধরে সংস্কারের উপযোগী হয়ে আছে বারখাইন ইউনিয়নের দক্ষিণ শোলকাটা গ্রামের সুবল ডাক্তারের বাড়ির সড়কটি। সংস্কার না হওয়ায় এই গ্রামের প্রায় ২হাজার বাসিন্দাকে কাদামাটি পেরিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে শিক্ষার্থীসহ পথচারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
সরেজমিনে সড়কটি পরিদর্শন করে দেখা যায়, সড়কটি কাঁদায় ভরপুর হয়ে আছে। খালি পায়ে কাঁদা পেরিয়ে চলাচল করা ছাড়া কোনো উপায় নেই। এই কাদার মধ্যেই চলাচল করছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। শীতকালে যেমনতেমন ভাবে চলাচল করা গেলেও বর্ষাকালে কষ্টের সীমা থাকেনা বলে জানান স্থানীয়রা।
এবিষয়ে স্থানীয় শুপন সিকদার বলেন, অনেক বছর ধরে রাস্তাটির এই অবস্থা। গাড়ি চলাচল করতে পারেনা। অনেক দূর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বহন করে নিয়ে যেতে হয়। এই বিষয়ে দরখাস্ত দেওয়া হয়েছে। তা-ই শীঘ্রই রাস্তাটা সংস্কারে ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।
সাদিয়া নামের এক স্কুল শিক্ষার্থী বলেন, আমাদের স্কুলে আসাযাওয়া করতে খুব কষ্ট হয়৷ কাদার কারণে জামাকাপড় নষ্ট হয়ে যায়৷ তাই আমরা চাই দ্রুত রাস্তাটার কাজ শুরু হোক যাতে আমরা সহজেই স্কুলে আসাযাওয়া করতে পারি।
এবিষয়ে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, এই রাস্তাটার বিষয়ে আবেদন পেয়েছি ইতিমধ্যে অনুমোদন হয়ে গেছে।শীগ্রই কাজ শুরু হবে।