মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলাধীন ৪ নং বটতলী ইউনিয়ন হযরত শাহ মোহছেন আউলিয়া (রহঃ) মাজার প্রাঙ্গণে ইমামে আযম হযরত আবু হানিফা (রহঃ) ফাউন্ডেশনের উদ্যোগে ২০তম পবিত্র কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান এস.এম. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দরসুল কোরআন মাহফিলে উদ্বোধক ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা কাজী জাকের হোসাইন আনসারী।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) হযরত শাহ মোহছেন আউলিয়া (রহঃ) দরবার শরীফ প্রাঙ্গণে ইমামে আযম হযরত আবু হানিফা (রহঃ)’র মহাসচিব এস. এম. শওকত আজিজ এর সঞ্চালনায় পবিত্র দরসুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন জামেয়া আহমেদীয়া সুন্নীয়া আলীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিউর রহমান আল-কাদেরী (ম.জি.আ.), মাহফিলে দরস পেশ করেন চট্টগ্রাম নেছারিয়া কামিল (এম.এ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা জয়নাল আবেদীন জুবায়ের (ম.জি.আ.)।
তকরারি পেশ করেন উরকিরচর গাউছিয়া মুহাম্মদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাছান রেজা আলকাদেরী, জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ নাছির উদ্দীন আনোয়ারী, পশ্চিম চাল কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আশিকুর রহমান আল-কাদেরী, শাহ্ মোহছেন আউলিয়া (রহঃ) ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ জানে আলম নেজামী।
মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীন বাংলাদেশ, ট্রাস্ট বোর্ড এর ভারপ্রাপ্ত সচিব ও ইমামে আযম হযরত আবু হানিফা (রহ:) এর ভাইস চেয়ারম্যান স.ম. হামেদ হোসাইন।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ:) দরবার শরীফের মোতাওয়াল্লী এস এম ফজলুল করিম, মাস্টার এস.এম জহিরুল ইসলাম,পীরজাদা আলহাজ্ব মাওলানা এরশাদুল্লাহ রজায়ী, এইচ এম আব্দুল মান্নান, আহলে সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য মাওলানা ইদ্রিস আল-কাদেরী,শাহ্ মোহছেন আউলিয়া (রহঃ) মাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আহমদ উল্লাহ, দরসুল কোরআন মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক এস.এম. মাওলানা ইলিয়াস রেজভী, মাহফিল প্রস্তুতি কমিটি সচিব আলহাজ্ব মাওলানা এস.এম. আসহাব উদ্দিন, মাস্টার মুহাম্মদ আবু হোসাইন, মাওলানা কামাল উদ্দিন আল-কাদেরী, হাফেজ এস.এম.রফিক, হাফেজ আহমদ ছগীর, ব্যবসায়ী এস. এম. জাহাঙ্গীর কবীরসহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মোয়াজ্জিন ও শত শত মুসল্লীরা উপস্থিত ছিলেন।
মাহফিলে সমাপনী বক্তব্য রাখেন,ইমামে আযম হযরত আবু হানিফা (রহ:) ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাহফিলের সভাপতি এস.এম. নজরুল ইসলাম।
Leave a Reply