মোঃ জাবেদুল ইসলাম, আনোয়ারাঃঃ
আনোয়ারা উপজেলায় দক্ষিণ শোলকাটা বেচারাম দত্ত বাড়ীর দূর্গা ও শিব মন্দিরের তালা কেটে দুইটি প্রনামী বক্স চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।গতকাল রাতে আনুমানিক ২/৩ টার দিকে চুরি এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করেতেছে এলাকাবাসী।
এলাকাবাসীরা জানান, সকাল বেলা ঘুম থেকে উঠেই দেখতে পাই মন্দিরের তালা কেটে ঝুলিয়ে রেখেছে এবং মন্দিরে গিয়ে দেখতে পায় মন্দিরের প্রনামী বক্স নেই। কে বা কারা চুরি করে নিয়ে গেছে কেউ সঠিক বলতে পারেনি।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোঃ হাসান বলেন, আমরা চুরির খবর পেয়েই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠায়। ইতিমধ্যে মন্দিরে থাকা দুইটি সিসি ক্যামেরার ফুটেজ ও বাজারের একটা সিসি টিভির ফুটেজ বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।