আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :
র্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে সারাদেশে বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধ নির্মুলের জন্য গ্রেফতারসহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র্যাবে।তারই ধারাবাহিকতায় দক্ষিণ চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে গড়ে উঠা জলদস্যুদের আস্তানাকে গুড়িয়ে দিয়ে তথা আত্মসমর্পণ করিয়ে আলোর পথের অভিযাত্রী করে সারাদেশে প্রশংসিত হয় র্যাব।চট্টগ্রামের বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকৃত ৭১ জন আলোর পথের অভিযাত্রীদের (জলদস্যু) মাঝে র্যাব মহাপরিচালকের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবন যাপনের উপর একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ৫ জুলাই মঙ্গলবার সকালে বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাবে উপহার সামগ্রী বিতরণ মতবিনিময় সভায় আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন র্যাব-৭, চট্টগ্রাম এর অধিনায়ক লেঃ কর্ণেল এম এ ইউসুফ, পিএসসি। র্যাব-৭ চট্টগ্রামের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান এর সভাপতিত্বে এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (অপারেশন অফিসার) মুরাদ হাসান, বাঁশখালী থানার অফিসা ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন,জলদস্যুদের আত্মসমর্পণ এর মধ্যস্থতাকারী ও এশিয়ান টেলিভিশন সিনিয়র সাংবাদিক মীর মোহাম্মদ আকরাম হোসাইন, বাঁশখালী একাডেমির পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া,সাংবাদিক মিজান বিন তাহের সহ র্যাবের দায়িত্বশীল কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সভায় বাঁশখালীর আলোচিত জলদস্যু সম্রাট ও বর্তমান ছনুয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার আবদুল হাকিম বাইশ্যা বক্তব্য রেখে সাধারন জীবন যাপন করার সহযোগিতার জন্য সরকার ও প্রশাসনকে ধন্যবাদ জানান এবং তাদের চলমান মামলা গুলো প্রত্যাহারের আহবান জানান ।
এ সময় মহাপরিচালক, র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকৃত ৭১ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে র্যাব-৭, পতেঙ্গা, চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-উল আজাহার উপলক্ষে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বক্তারা আত্মসমর্পণকৃত জলদস্যুরা র্যাবের মানব কল্যানমূলক কর্মকান্ডে গভীর সন্তুষ্টি প্রকাশ ও অপকর্ম থেকে ফিরে এসে সুন্দরভাবে স্বাভাবিক জীবনযাপনের অনুপ্রেরণা যোগানোর কথা সরকার সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply