মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউপির ৮ নং ওয়ার্ড এলাকায় আকষ্মিক বজ্রপাতে পারভীন আকতার (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে।৮ জুন (শনিবার) সকাল আনুমানিক ১০ টার দিকে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৮ নং ওয়ার্ড আলী চাঁইন্দার বাপের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত পারভীন আকতার ওই এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে এবং চাম্বল ইউনিয়নের আকবর হোসেনের স্ত্রী বলে নিহতের পরিবার সুত্রে জানা গেছে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী মোঃ রিদওয়ান মির্জা জানান,
আকাশের পরিস্থিতি স্বাভাবিক ছিলো, আকাশে কোনো ধরনের মেঘ ও বৃষ্টি ছিলোনা। এমতবস্থায় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে পারভীন আকতারের মৃত হয়েছে।এসময় তার কোলে থাকা মোস্তাকান নামে দেড়বছর মেয়ের মাথার একপাশে সামান্য চুল পুড়ে গেছে। এছাড়াও পাশ্ববর্তী আবু বক্করের এক ছোট্ট মেয়ের হাতেও ছিটকে লেগেছে। তবে বাচ্চা দুইটি সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি।
নিহতের ছোট ভাই আব্দুল খালেক জানান, সকাল ১০ টার দিকে বাচ্চা কোলে নিয়ে আমার বড় বোন পারভীন আকতার কিস্তির টাকা দিতে যাওয়ার জন্যে ঘর থেকে বের হয়ে বাড়ীর পাশে একটি সাদা আকাশি গাছের পাশে দিয়ে যাওয়ার সময় ওই গাছে হঠাৎ বজ্রপাত হয়, সেখান থেকেই বজ্রপাতের ছিটকে পড়ে পারভীন আকতার নিহত হয়েছে। ঘটনার সময় তার কোলে থাকা মোস্তাকান নামে দেড়বছর বয়সী সর্বকনিষ্ঠ মেয়েটির মাথার একপাশে ছিটকে লেগে সামান্য অংশ চুল পুড়ে গেলেও শিশুটির তেমন কোনো ক্ষতি হয়নি, বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।
নিহত পারভীন ৩ মেয়ে ও ১ ছেলেসহ ৪ সন্তানের জননী। এসময় তিনি আরও বলেন, পারভীন আকতারের শ্বশুর বাড়ি চাম্বল ইউনিয়নে, তবে সে স্বামী ও সন্তানদের নিয়ে তার বাবার দেওয়া জায়গাতে ঘর করে অর্থাৎ বাবার বাড়ীর পাশ্ববর্তী দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে বলেও জানান নিহতের ভাই আব্দুল খালেক।
Leave a Reply