নিজস্ব সংবাদদাতাঃঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলার সুনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেয়ান পাড়া হাজী আব্দুল খালেক আমিরিয়া দাখিল মাদ্রাসার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার অভিজাত রাজমুকুট কমিউনিটি সেন্টারে আগামী ২১ অক্টোবর ২০২২ প্রাক্তন শিক্ষার্থী পুণর্মিলনী উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রাক্তন শিক্ষার্থী মুহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ নুরুল আবছার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুরুল আলম, মাওলানা আহমদ হালিমী, মাওলানা আহমদ হোসাইন, মাওলানা ফরিদুল আলম, মাওলানা নুরুল হক, সাবের আহমদ, মাওলনা জয়নাল আবেদীন আয়াজ।
মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ আবদুল মান্নান, মুহাম্মদ সিরাজুদ্দৌলা, মুহাম্মদ মুখতার আহমেদ, মুহাম্মদ আনিসুর রহমান, মুহাম্মদ আবু সাঈদ, প্রমুখ।এছাড়াও মাদ্রাসা প্রাক্তন পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply