মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী,চট্টগ্রাম।
বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম (খোরশেদ)কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুব লীগের আহ্বায়ক অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম।
৭ জুন (শুক্রবার) বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম (খোরশেদ) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম। সাক্ষাৎকালে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ খোরশেদ আলমকে ফুলেল শুভেচ্ছা জানান নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক সেলিম উদ্দিন চৌধুরী,
এম.ডি মুজিবুর রহমান, এডভোকেট মোঃ ওসমান গণীসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী গত ৫জুন ২০২৪ ইং (বুধবার) বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে (দোয়াত কলম) প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম।
Leave a Reply