1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালী চেচুরিয়া বায়তুল ফালাহ জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে গুনাগরী সেভেন স্টার স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় মাহমুদুল ইসলাম চৌধুরী পরিষদ ফুটবল একাদশের জয় বাঁশখালীতে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ এক যুবক গ্রেফতার বাঁশখালীতে সেবার মান উন্নয়নের লক্ষ্যে অনিয়ম, দূর্ণীতি ও হয়রানি প্রতিরোধে নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি পৌর বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিঃ এডহক কমিটির সভাপিত মনোনীত বাঁশখালীর বৈলছড়ী বিএনপি’র আহ্বায়ক ফজলুল কাদের এবং সদস্য সচিব আবুল কালাম বাঁশখালীতে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ কন কনে শীতে অযত্নে -অবহেলায় কাটছে পথশিশুদের জীবন বাঁশখালীতে ডজন মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামী পুলিশে গ্রেফতার বাঁশখালীতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

বাঁশখালী উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ,সরগরমে মাঠ

  • আপডেট সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১২০ বার পঠিত
মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ তিনপদে ১৫ জন প্রার্থীর মধ্যে মোজাম্মেল হক সিকদার নামে এক চেয়ারম্যান প্রার্থী গতকাল স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করায় ১৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে, প্রতীক পাওয়ার পরপরই সরগরম হয়ে উঠেছে পুরো বাঁশখালীর নির্বাচনী মাঠ।২০ মে (সোমবার) সকাল ১১ টা থেকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার এ.কে.এম গোলাম মোর্শেদ খান উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ঘোষণা কার্যক্রম শুরু করেন।

এতে বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম পেয়েছে (দোয়াত কলম), বাঁশখালীর সাবেক পৌর মেয়র শেখ ফখরুদ্দীন চৌধুরী (ঘোড়া), বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরানুল হক(আনারস), চট্টগ্রাম সিটি কলেজের সাবেক জিএস, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল হক চৌধুরী মার্শাল পেয়েছে (মোটর সাইকেল) প্রতীক।

অপরদিকে ভাইস-চেয়ারম্যান পদে বাঁশখালী সরকারি আলাওল ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তার হোসাইন পেয়েছে (তালা), ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ মালেক মানিক (উড়োজাহাজ), বাঁশখালী উপজেলা কৃষকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় আম্পায়ার আরিফুর রহমান সুজন (টিয়া পাখি), বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য আরিফুজ্জামান আরিফ (চশমা), বাঁশখালী উলামা পরিষদের প্রচার সম্পাদক মোহাম্মদ ওসমান গণী (মাইক), সাবেক ছাত্র নেতা ইমরুল হক চৌধুরী ফাহিম (টিওবওয়েল), চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোছাইন পেয়েছে (বই) প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি, জেলা মহিলা আ’লীগের সদস্য ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক কারা পরিদর্শক রেহেনা আকতার কাজমী পেয়েছেন (কলসি), সাবেক উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ও সাবেক কারাপরিদর্শক ইয়ামুন নাহার (প্রজাপতি), বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক নুরী মন আক্তার নুরী পেয়েছে (ফুটবল) প্রতীক।

বাঁশখালী উপজেলা পরিষদের এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৪ জন প্রার্থী প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

প্রসঙ্গত, বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৫ জুন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাঁশখালী উপজেলায় একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের মোট ১১৫টি ভোট কেন্দ্রের ৮৫৬টি ভোট কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাঁশখালীতে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৭৬ হাজার ৯ শত ৪ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ২ হাজার ৩ শত ২১জন, মহিলা ভোটার ১ লক্ষ ৭৪ হাজার ৫ শত ৮১জন, তৃতীয় লিঙ্গের (হিজরা) ভোটার রয়েছে ৪জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park