দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের বাঁশখালী থেকে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৭ এর একটি আভিযানিক টিম।
৪ নভেম্বর(শুক্রবার) রাত সাড়ে আটটার দিকে উপজেলার সরল এলাকায় র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করে ২টি আগ্নেয়াস্ত্র সহ একজনকে আটক করে।এসময় আটকের কাছ থেকে ১টি এসবিবিএল এবং ১টি ওয়ান শুটারগান ও ১টি রাবার কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে র্যাব সুত্রে জানা গেছে।
আটক ব্যক্তি হলেন,উপজেলার সরল ইউপিস্থ কালু বলীর বাড়ির মফিজুল আহমদ এর ছেলে আলমগীর হোসেন(২৮)।র্যাবের জিজ্ঞাসাবাদে আটক আলমগীর স্থানীয় ভাবে এলাকায় প্রভাব বিস্তার,প্রতিপক্ষদের ভয়ভীতি প্রদর্শন ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত করতে ওইসব অস্ত্র ব্যবহার করতে উদ্ধারকৃত অস্ত্র রাখতে বলে স্বীকার করেন।আটকের বিরুদ্ধে উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
এব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন জানান,র্যাবে আটক আলমগীরকে থানায় হস্তান্তর করেছে,শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply