মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী,চট্টগ্রাম।
চট্টগ্রামের বাঁশখালীর উত্তর পুকুরিয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি বসতঘর পুড়ে সর্বস্ব ছাই হয়ে গেছে। সমস্ত মালামালসহ পুড়ে ছাই হয়ে যাওয়াতে নগদ টাকাসহ অন্তত ৩০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
৯ মে (বৃহস্পতিবার) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার পুকুরিয়া ইউপির ৯ নং ওয়ার্ড এলাকার শাহর বাড়ীর মৃত সৈয়দ আহমেদ এর বাড়িতে এই ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্থরা হলেন, উপজেলার পুকুরিয়া ইউপির ৯ নং ওয়ার্ড এলাকার মৃত সৈয়দ আহমেদ এর ছেলে নুরুল ইসলাম, মোঃ কাওসার ও আব্দুল কাদের এর যৌথ পরিবারের ৩ টি বসতঘর পুড়ে ছাই যাওয়াতে সর্বস্ব হারিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,ঘটনার দিন রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ায় তিনটি বসতঘরের সমস্ত মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ পরিবারের মোঃ কাউসার জানান, রান্নাঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ায় গ্যাস সিলিন্ডারেও আগুন লেগে যাওয়াতে মুহূর্তের মধ্যে আমাদের যৌথ পরিবারের সমস্ত মালামালসহ ৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তাছাড়ও আমার ঘরে ক্যাশ টাকা ছিলো ৭০ হাজার, আমার ভাইয়ের ঘরে ২২ হাজার টাকা ও ঘরের আসবাবপত্র ও সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়াতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। সর্বস্ব পুড়ে ছাই হয়ে যাওয়াতে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে রাত পোহাচ্ছে বলেও জানান তিনি।
Leave a Reply