দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘ সাড়ে ৬ মাস পর ভারতের বন্ধিশালা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছে চট্টগ্রামের বাঁশখালীর ৩২ জেলে সহ ভারতে আটক বাংলাদেশী ৮৮ জেলে।
৩০ আগস্ট(মঙ্গলবার)সাড়ে ছয়মাস পর ভারতে আটক বাঁশখালী উপজেলার শীলকূপের ৩২ জেলে সহ বাংলাদেশী ৮৮ জেলে দেশে ফিরছেন বলে খবর পাওয়া গেছে।
ভারতের কারাগারে আটকের দীর্ঘ সাড়ে ছয়মাস পর মুক্তি পেয়ে বাঁশখালীর শাহ্ আলম মাঝি তাঁর মুঠো ফোন থেকে দৈনিক সবুজ বাংলাকে জানান,তাঁরা সাতক্ষীরার শ্যামনগরে পৌঁছান,২৯ আগস্ট(সোমবার) সন্ধ্যা ৬ টা নাগাদ ভারতীয় কোস্টগার্ড সদস্যরা বাংলাদেশ বিজিবি কে ভারতে আটক বাঁশখালী শীলকূপের ৩২ জেলে, কুতুবদিয়ার ২৯ জন, মহেশখালীর ২৭জন সহ মোট ৮৮ জন জেলেকে ভারতের কারাগার থেকে মুক্তি দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে।এসময় তিনি আরো বলেন,তাঁরা বর্তমানে বঙ্গোপসাগরে হয়ে আসার পথে রয়েছেন। বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বাঁশখালী এসে পৌঁছানোর কথা রয়েছে।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ(ওসি)মুহাম্মদ কামাল উদ্দিন বলেন,শীলকূপের ৩২ জেলে ভারতে আটকের দীর্ঘ সাড়ে ছয়মাস পর মুক্তি পেয়েছে বলে আমি বিভিন্ন সুত্রে জানতে পেরেছি, তবে তাঁদের মুক্তির ব্যাপারেএখনো পর্যন্ত লিখিত কোন চিঠি আমাদের আসেনি।
এসময় ওসি কামাল উদ্দিন, আরো বলেন, শীলকূপের ৩২ জেলে ভারতে আটকের পর থেকে তাঁদের স্বজনরা তাঁদেরকে ফিরে পেতে দীর্ঘ অপেক্ষায় ছিলো,আটকের দীর্ঘদিন পর জেলেরা তাঁদের স্বজনদের কাছে ফিরে আসলে স্বজনরা স্বস্তি ফিরে পাবে।
এব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরী জানান,ভারতে আটক বাঁশখালীর ৩২ জেলে মুক্তি পেয়েছে বলে আমি শুনেছি।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাঁশখালী উপজেলার শীলকূপের ৩২ জেলে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হওয়ার সাড়ে ছয় মাস গড়িয়েছে।ভারতে আটক জেলেরা ভারতীয় হাইকমিশন থেকে জামিনে মুক্তি পাওয়ার পর প্রক্রিয়া শেষ করে অবশেষে বুধবার বাঁশখালী এসে পৌঁছাবেন।
Leave a Reply